Dhaka to Cox’s Bazar Train Ticket Price & Details
কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমন করতে আসে। সাধারণত বাস ট্রেন ও বিমানের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার আসা যায় তবে যারা সাশ্রয়ী মূল্যে, আরামদায়ক ও নিরাপদ ভাবে ভ্রমন করতে চান তাদের জন্য ট্রেন অন্যতম সেরা মাধ্যম।
২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন সার্ভিস চালু কর। এতে যাত্রীরা সহজেই কম খরচে কক্সবাজার পৌঁছাতে পারে। এবার দেখে নেয়া যাক কক্সবাজার থেকে টিকিটের দাম ট্রেনের সময়সূচী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
Dhaka to Cox’s Bazar Train List
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে কক্সবাজারের জন্য দুটি ট্রেন চালু করেছে।
- কক্সবাজার এক্সপ্রেস (COX BAZAR EXPRESS) – ২০২৩ এর পহেলা ডিসেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।
- পর্যটক এক্সপ্রেস (PARJATAK EXPRESS) – নতুন ট্রেন কক্সবাজার রুটে ২০২৪ সালের জানুয়ারিতে সংযুক্ত।
Dhaka to Cox’s Bazar Train Ticket Price 2025 (ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের দাম ২০২৫)
ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের জন্য বিভিন্ন ক্লাসের টিকিট পাওয়া যায়। নিচে ক্লাসভেদে ট্রেনের টিকিটের দাম দেওয়া হলো:
ক্লাসের নাম টিকিটের দাম (প্রতি যাত্রী, টাকা)
শোভন চেয়ার (S_CHAIR) | ৬৯৫ টাকা |
স্নিগ্ধা (SNIGDHA) | ১,৩২৫ টাকা |
এসি সিট (AC_S) | ১,৫৯০ টাকা |
এসি বার্থ কেবিন (AC_B) | ২,২৮০ টাকা |
বিঃদ্রঃ টিকিটের দাম ট্রেন ও মৌসুম অনুযায়ী পরিবর্তিত হতে পারে। বিশেষ করে শীতকাল বা ছুটির দিনে চাহিদা বেশি থাকলে টিকিটের দাম কিছুটা বাড়তে পারে।
টিকিট কিভাবে কাটবেন?
টিকিট কাটার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছেঃ
ওয়েবসাইট থেকেঃ বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) থেকে আপনি সহজেই টিকিট কিনতে পারেন।
মোবাইল অ্যাপঃ ‘Rail Sheba’ নামের অ্যাপের মাধ্যমেও ঘরে বসেই টিকিট বুক করতে পারবেন।
স্টেশনের কাউন্টার থেকেঃ ঢাকা কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন বা চট্টগ্রাম রেলস্টেশন থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন।
Leave a Reply